
বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে কুরআন তেলাওয়াত ও দোয়া করেছেন দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার রাত ১০টা ৩৫ মিনিটের দিকে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারের উদ্দেশে যাত্রা করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, খালেদা জিয়ার মাজারে আগমন এবং দোয়া মাহফিলের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
দোয়া ও মোনাজাতে জাতির কল্যাণ, দেশ ও জনগণের শান্তি, সমৃদ্ধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়।







































