শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৯ অক্টোবর ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন
শেয়ার

আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য: প্রেস সচিব


Press-Secretary-shafiqul

ফাইল ছবি

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে সাক্ষাৎকার দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, সাক্ষাৎকারের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পর্যালোচনা করবে। তিনি বলেন, “আগে আমরা ইন্টারভিউটি পড়ি, এরপর মন্তব্য করব।”

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জাতিসংঘের রিপোর্ট ও আল-জাজিরার এক ঘণ্টার একটা প্রোগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগের প্রমাণ রয়েছে। তাই তাঁর যেকোনো বক্তব্যের প্রেক্ষাপট আন্তর্জাতিক গণমাধ্যম যেন ভুলে না যায়- এ আহ্বান জানান তিনি।

প্রেসসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ বিদেশি ল ফার্ম ভাড়া করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আড়াল করার চেষ্টা করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।

নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “দেশে বসে অনেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।” তিনি জানান, প্রধান উপদেষ্টা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন এবং অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো চেষ্টা রুখে দেওয়া হবে।