বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২ ডিসেম্বর ২০২৫, ৭:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

গভীর রাতে এভারকেয়ার হাসপাতালে মির্জা ফখরুল


fakrul-khaleda

ছবি: সংগৃহীত

গভীর রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১ ডিসেম্বর) রাতে তিনি দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁছান।

হাসপাতালে গিয়ে তারা খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল টিমের সদস্যদের সঙ্গে দীর্ঘসময় আলোচনা করেন এবং তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তবে হাসপাতাল থেকে বের হওয়ার সময় খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল। তিনি নীরবভাবেই রাতের সফর শেষ করেন।

এর আগে সন্ধ্যার পর থেকেই এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। প্রধান ফটক ও আশপাশের এলাকায় দেওয়া হয় ব্যারিকেড।