
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার দাবি, খালেদা জিয়ার স্বাস্থ্যগত পরিস্থিতি নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি বলেন, “নির্বাচন তার নির্ধারিত সময়েই হওয়া উচিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা কখনোই নির্বাচনের পথে বাধা নয়। বরং গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে সবচেয়ে বেশি নির্বাচন চান তিনিই।”
আমীর খসরু আরও বলেন, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে যেসব কথা ওঠানো হচ্ছে, তা অযৌক্তিক। তিনি সবসময়ই চেয়েছেন মানুষ যেন ভোটের মাধ্যমে নিজেদের সরকার গঠন করতে পারে এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ সুসংহত হয়।
তিনি জানান, খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের অনুমতি পেলেই তাকে লন্ডনে নেওয়া হবে। তবে এ বিষয়কে কেন্দ্র করে নির্বাচন পেছানোর দাবি অর্থহীন বলে মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা।
তার ভাষায়, “উনি যে অবস্থায়ই থাকুন না কেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মালিকানা প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন লড়াই করেছেন। নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। এই ইস্যুটি উত্থাপিত হওয়ার কোনো ভিত্তি নেই।”






































