
ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “যারা বলে অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, এবার আমাদের দেখুন, তাদেরকে মানুষ ১৯৭১ সালেই দেখেছে। কীভাবে তারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুন্ঠন করেছে।।”
রবিবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলন।
বিজয়ের মাসে আয়োজিত এ কর্মসূচিতে তিনি রাজনীতিতে ধর্মীয় আবেগকে ব্যবহার করার সমালোচনা করে বলেন, “বেহেশত বা দোজখ দেওয়ার ক্ষমতা কেবল আল্লাহর। যারা এসব বলে তারা শিরক করছে।”
দুর্নীতি দমনে কঠোর অবস্থানের অঙ্গীকার করে তারেক রহমান আরও বলেন, “জনগণের ভোটে ক্ষমতায় গেলে যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশের বড় ক্ষতি হবে।”
তিনি মনে করিয়ে দেন, বিভিন্ন সংকটে বিএনপি অতীতেও পরিস্থিতি ঘুরিয়ে দাঁড় করিয়েছে এবং দেশকে এগিয়ে নিতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে দাবি করে তিনি বলেন, বর্তমানেও একটি দল সেই অপপ্রচারের পুনরাবৃত্তি করছে। ওই দলের দুই সিনিয়র নেতা একসময় বিএনপির আমলে মন্ত্রী ছিলেন এবং বেগম খালেদা জিয়ার ওপর শেষ দিন পর্যন্ত আস্থা রেখেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
দেশের প্রতিটি ক্ষেত্রে অরাজকতা বাড়ছে দাবি করে তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে দেন। তিনি বলেন, “সামনে কঠিন সময় আসছে। দেশকে নেতৃত্ব দিতে হলে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা জরুরি।”







































