
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার করা সিটিস্ক্যানসহ কয়েকটি পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে। এতে মেডিকেল বোর্ড বিদেশে না নিয়ে দেশেই চিকিৎসা চালিয়ে যাওয়ার বিষয়টি ভাবছে।
চিকিৎসকরা জানান, খালেদা জিয়া আগের তুলনায় ভালো সাড়া দিচ্ছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা কথা বলার চেষ্টা করছেন। তিনি এখনো সিসিইউতে আছেন, কতদিন রাখা হবে তা শারীরিক উন্নতির ওপর নির্ভর করবে।
দেশি-বিদেশি চিকিৎসকরা তাঁর চিকিৎসায় যুক্ত আছেন। পুত্রবধূ ডা. জোবাইদা রহমানও শয্যাপাশে থেকে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন।
তবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই তাঁকে লন্ডনে নেওয়া হবে। কাতার সরকারের সহযোগিতায় এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। কারিগরি ত্রুটির কারণে প্রথম অ্যাম্বুলেন্সের সময়সূচি বদলানো হলেও বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় পৌঁছাবে এবং পরদিন লন্ডনের উদ্দেশে রওনা দেবে বলে বেবিচক নিশ্চিত করেছে।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে সিসিইউতে নেওয়া হয়। দেশ-বিদেশের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা তদারক করছে।








































