বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
ইন্টারন্যাশনাল ডেস্ক জাতীয় ৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

মহাকাশে ইন্টারনেট স্যাটেলাইটগুচ্ছ পাঠালো চীন


Internet Satellite

এবারের উৎক্ষেপণ ছিল লং মার্চ ক্যারিয়ার রকেটের ৬১৩তম মিশন

বিশ্বের ইন্টারনেট সংযোগ আরও শক্তিশালী করতে নতুন ইন্টারনেট স্যাটেলাইটগুচ্ছ মহাকাশে পাঠিয়েছে চীন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরে উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের থাইইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-৬ ক্যারিয়ার রকেটে করে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।

বেইজিং সময় সকাল ৬টা ১১ মিনিটে উড্ডয়ন করা স্যাটেলাইটগুলো নিম্ন কক্ষপথের ১৫তম বহর। উৎক্ষেপণের পর স্যাটেলাইটগুচ্ছ সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে বলে জানিয়েছে চীন।

এবারের উৎক্ষেপণ ছিল লং মার্চ ক্যারিয়ার রকেটের ৬১৩তম মিশন।