যে কোনও মুহূর্তে উত্তর কোরিয়াতে হামলা করতে পারে যুক্তরাষ্ট্র। আর সেই সম্ভাব্য মার্কিন হামলার আশংকা করছে চীন। আর সেই কারণে উত্তর কোরিয়াতে থাকা সমস্ত তাদের দেশের নাগরিকদের দেশে ফিরে আসতে বলল চীন। যদিও এই আশঙ্কাবার্তা গত কয়েকদিন আগে চীনের তরফে দেওয়া হয়। সম্প্রতি এই বিষয়টি সামনে এসেছে।
উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৫ এপ্রিল পিয়ংইয়ং পরমাণু পরীক্ষা চালাতে পারে। এই আশঙ্কা থেকেই চাঞ্চল্যকর এই আহ্বান জানানো হয়। উত্তর কোরিয়ার চীনা দূতাবাস থেকে এমন আহ্বান জানানো হলেও তা পরে প্রত্যাখ্যান করার কোনও খবর প্রকাশ করা হয়নি। ফলে এই বার্তা জারি রয়েছে বলেই মনে করা হচ্ছে।
এদিকে উত্তর কোরিয়া থেকে ফিরে আসা এক কোরিয়-চীনা নাগরিক বলেছেন, চিনা দূতাবাস কখনোই এই ধরণের কোনও আহ্বান জানায়নি। সে এবং অন্যান্য চীনা পর্যটকরা আশঙ্কা থেকেই উত্তর কোরিয়া ছাড়ছে বলে দাবি তার।