Search
Close this search box.
Search
Close this search box.

ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরীতে কোরিয়ান কর্ণার

অনলাইন প্রতিবেদক, ২৬ আগষ্ট, ২০১৩:

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীতে ‘কোরিয়ান কর্ণার’ উদ্ভোধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি. লি উন-ইয়ং। এর আগে কোরিয়ান কর্ণারের জন্য চুক্তিতে সাক্ষর করেন কোরিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারী লি ইউন ইয়ং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমডি কামাল উদ্দিন।Flag-Pins-Bangladesh-South-Korea

chardike-ad

৫৯৩ টি বই, ডিভিডি, বুকসেলফ এবং শিক্ষার্থীদের ব্যবহারের জন্য কম্পিউটার দিয়ে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কোরিয়ান কর্ণার কক্ষটি সাজানো হয়েছে। ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত দুই দেশের পারস্পরিক বোঝাপড়া এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে কোরিয়ান কর্ণার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।