বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১ জানুয়ারী ২০১৮, ৮:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

কোরিয়ায় ২০১৮ সালের প্রথম সূর্যোদয়


দক্ষিণ কোরিয়ায় প্রথম সূর্যোদয় দেখতে সমুদ্রপাড়ে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভিড় জমিয়েছে সেদেশের নাগরিকগণ। বুসান, জেজু, খাংউওন প্রদেশের বিভিন্ন সীবিচে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায়। ছবিতে দেখুন বিভিন্ন স্থানে প্রথম সূর্যোদয় দেখার ভিড়।

খাংউওন প্রদেশের সোকছো বীচে হাজার হাজার মানুষের সমাগম

জেজু আইল্যান্ডের হাল্লাসানে ব্যাপকভাবে প্রথম সূর্যোদয় উৎযাপন