বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৩০ অক্টোবর ২০১৩, ৯:৪৭ পূর্বাহ্ন
শেয়ার

খুয়াংজুতে বাংলাদেশ কমিউনিটি’র ঈদ পুনর্মিলনী


গোলাম হাফিজ শওকত, খুয়াংজু, ৩০ অক্টোবর ২০১৩:

গত রবিবার দিনব্যাপী ঈদ পুনর্মিলনী উৎযাপন করেছে বাংলাদেশ কমিউনিটি ইন খুয়াংজু। বিদেশের মাটিতে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য মিলিত হয়েছিল বিভিন্ন পেশার বাংলাদেশী প্রবাসীরা। জল্লানাদু প্রদেশের প্রধান শহর খুয়াংজু’র বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশী ছাত্রছাত্রী, পেশাজীবীরা ছাড়াও কোরিয়ার বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রিত অতিথিরা যোগ দিয়েছিলেন এই মিলনমেলায়।

1379033_4930104230145_416804884_n (1)সকাল থেকেই আসতে শুরু করেন অতিথিরা। দেশী লোকজনের দেখা পেয়ে গল্পগুজবে মেতে উঠে স্বজন থেকে হাজার মাইল দূরে থাকা প্রবাসীরা। দেশী খাবারে সমৃদ্ধ মধ্যাহ্নভোজ শেষ করে শুরু হয় আলোচনা সভা। সভায় কোরিয়া থেকে অর্জিত জ্ঞান দেশের কল্যাণে প্রয়োগ করার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। উপস্থিত প্রবাসীরা এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান।

বাংলাদেশ কমিউনিটি ইন গোয়াংজু বাংলাদেশের বিভিন্ন উৎসব উপলক্ষে নানা ধরণের অনুষ্ঠান আয়োজন করে আসছে। বনভোজন, ইফতার পার্টির মত আয়োজনের পাশাপাশি ক্রিকেট খেলার আয়োজন, আন্তর্জাতিক বিভিন্ন ফেস্টিবল ও ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্যের সাথে অংশগ্রহণ করে আসছে।