বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২ এপ্রিল ২০১৯, ৮:৩৯ পূর্বাহ্ন
শেয়ার

বিমানবন্দরে দেখা কিছু অদ্ভুত এবং মজার ছবি


বিমানবন্দরে সাধারণত বিমান ওঠানামা করে। বিভিন্ন দেশে স্বল্প সময়ে যাতায়াতের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম বিমান। বিমান ছাড়ার আগমুহূর্ত পর্যন্ত, কাউকে বিদায় দেওয়া বা কাউকে বরণ করা, কোথাও যাওয়ার জন্য অপেক্ষা করা এরকম অনেক মানুষ বিমানবন্দরে দেখা যায়। এদের মধ্যে মাঝে মাঝে এমন অদ্ভুত কিছু দেখা যায় যা আমাদের খুব অবাক করে দেই। ওখানে আসলে কি ঘটছে তা বুঝতে একটু সময় লাগে। বিমানবন্দরে দেখা কিছু অদ্ভুত ছবি নিয়েই আমাদের আজকের এই আয়োজন।

airport-photo

দুই হাত দিয়েও যখন বাচ্চাদের সামলানো যায় না!

airport-photo

কি আর করা, খুব ক্লান্তি নেমে আসলে এমনই হয়!

airport-photo

সিটের পাশে এই সবজি কেন আছে তা আর জানা যায়নি!

airport-photo

এই ছবি দেখে মাইকি হয়তো আবার ফিরে যাবেন!

airport-photo

প্রতিটি পদে পদে ব্যারিকেড! পরে যাওয়ার কোন সম্ভাবনাই নেই!

airport-photo

রোবট যখন নিজেই নিজেকে চার্য দেয়!

airport-photo

বন্দুক, বোমা, ছুরি এবং ড্রাগ সবই আছে, উনি নিজেই বলছেন, অথচ কেউ তাকে গ্রেফতার করছে না!

airport-photo

চুল ও দাড়ির এই ডিজাইন দেখে উনাকে কি বোর্ডিং পাস দেওয়া হবে!

airport-photo

উনি যেই হোন না কেন, উনার এই লাগেজ কখনো হারাবে না! কেউ চুরি করারও সাহস পাবে না!

airport-photo

উনি মনে হয় ভ্রমণ থেকে আর ফিরে আসবেন না! সারাজীবন ঘুরে ঘুরে কাটাবেন!

airport-photo

দোষ তো কর্তৃপক্ষের! মোবাইল রাখার জন্য তো জায়গা রখতে হবে! নাহলে মাথা ছাড়া আর কি উপায়!

airport-photo

বিমানবন্দরে এসেছেন, একটু শালীনভাবে থাকবেন তো! বয়স তো আর কম হয়নি!

airport-photo

বাচ্চাও যখন মাল হিসেবে গণ্য করা হয়!

airport-photo

বিমানবন্দর যখন যোগব্যায়ামের জায়গা হয়ে যায়!

airport-photo

বিমানবন্দরের যাত্রী কোনভাবেই মনে হচ্ছে না, মনে হচ্ছে ট্রেনের যাত্রী!

বিমানবন্দর যে এতো মজার একটা জায়গা এই ছবিগুলো না দেখলে বোঝা যেত না। আপনাদের কাছে কোন ছবিগুলো সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের আয়োজন ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকুন। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।

সৌজন্যে- ফাপরবাজ