কাতারে হৃদরোগে বাংলাদেশির মৃত্যু

qatar-ikbalকাতারে হৃদরোগে আক্রান্ত হয়ে ইকবাল নামে এক বাংলাদেশি মারা গেছেন। শুক্রবার রাজধানী দোহার নিজ রুমে মৃত্যুবরণ করেন তিনি। ভাগ্য পরিবর্তনের আশায় মাত্র এক বছর আগে দেশটিতে পাড়ি জমিয়েছিলেন তিনি।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা উঠে ইকবালের। অন্যান্য রুমমেটরা হাসপাতালে নেয়ার জন্য অ্যাম্বুলেন্স আনার আগেই, নিজ রুমে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই বাংলাদেশি। বর্তমানে তার মরদেহ হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কাজী মোহাম্মদ ইকবাল ঢাকার উত্তর বাসাবোর কাজী নুরুল ইসলামের ছেলে। মরদেহ দ্রুত দেশে পাঠাতে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির সার্বিক সহযোগিতা চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

Facebook
Twitter
LinkedIn
Email