Search
Close this search box.
Search
Close this search box.

নিরপেক্ষতা বজায় রাখতে ভোট দিচ্ছেন না প্রণব মুখার্জি

সিউল, ৯ মে ২০১৪:

ভারতের ১৪তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ‘রাজনৈতিক প্রতিযোগিতায়’ নিজের নিরপেক্ষতা বজায় রাখতে চলমান লোকসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ নয়াদিল্লীতে তার প্রেসসচিব ভেনু রাজামণি একথা জানান।

chardike-ad

download (2)প্রণব মুখার্জি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়ার সকল আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সেরে ফেলেছিলেন। এমনটি হলে প্রণবই হতেন দেশটির প্রথম কোনো রাষ্ট্র প্রধান যিনি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। তবে শেষ মুহূর্তে নিজের ভোটাধিকার চর্চা না করার সিদ্ধান্ত নিয়ে তিনি তার অধিকাংশ পূর্বসূরির পথেই হেঁটেছেন। প্রেসসচিব রাজামণি বলেন, প্রণবের বেশিরভাগ পূর্বসূরিদের রেখে যাওয়া ঐতিহ্য বজায় রাখার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রণব মুখার্জি দক্ষিণ কলকাতার লোকসভার আসনের অধীন নির্বাচনী এলাকার একজন নিবন্ধিত ভোটার। কলকাতার এ আসনে আগামী ১২ মে ভোটাভুটি হবে। এদিন লোকসভা নির্বাচনের শেষ পর্বের ভোট অনুষ্ঠিত হবে।