Search
Close this search box.
Search
Close this search box.

থাইল্যান্ডে সরকার সমর্থক ‘লাল শার্ট’দের বিক্ষোভ চলছে

সিউল, ১১ মে ২০১৪:

থাইল্যান্ডের সরকারপন্থী ‘লাল শার্ট’রা শনিবার ব্যাংককে সমাবেশ শুরু করেছে। প্রধানমন্ত্রী অপসারিত হওয়ার পর ক্ষমতায় অনির্বাচিত সরকার বসাতে বিরোধী দলের বিক্ষোভকারীদের মোকাবেলায় তারা এ সমাবেশ শুরু করে। থাইল্যান্ডের নিরাপত্তা বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তাকে নিয়ম বহির্ভূতভাবে বদলি করায় এ সপ্তাহে দেশের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা ও নয়জন মন্ত্রীকে অপসারণের নির্দেশ দেয়ায় থাইল্যান্ডের রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হয়ে উঠেছে।

chardike-ad

_74765768_74765767সরকারি কর্মকর্তারা জানান, শনিবার ব্যাংককের উপকণ্ঠে সরকারপন্থীদের সমাবেশকে কেন্দ্র করে ৩ হাজার পুলিশ সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। সেখানে এ সমাবেশের প্রাক্কালে সিনিয়র লাল শার্ট কোয়ানচাই প্রিপানা এএফপিকে বলেন, ‘আমরা বিরোধী দলের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত।’

তিনি আরো বলেন,‘আমরা সহিংস কোন কার্যকলাপ চালাবো না। তবে আমরা গণতন্ত্রের জন্য লড়াইয়ে জনগণের শক্তি প্রয়োগ করবো ।’ লাল শার্টরা জানান, থাইল্যান্ডের বর্তমান প্রশাসনকে রক্ষায় যতদিন প্রয়োজন ততদিন তারা এ সমাবেশ চালিয়ে যাবে।

এদিকে থাইল্যান্ডে অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসাতে সরকারের অবশিষ্ট অংশকে উৎখাতের চেষ্টায় বিরোধী দলের বিক্ষোভকারীরা তাদের আন্দোলন আরো জোরদার করার ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে থাইল্যান্ডে বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ২৫ জন নিহত ও কয়েকশ’ লোক আহত হয়েছে। হতাহতদের বেশীর ভাগই বিরোধী দলের সমর্থক।