Search
Close this search box.
Search
Close this search box.

লাওসে সামরিক বিমান বিধ্বস্ত

সিউল, ১৭ মে ২০১৪:

লাওসের উত্তরাঞ্চলে শনিবার সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে প্রতিরক্ষা মন্ত্রীসহ বেশ কয়েক শীর্ষ কর্মকর্তা ছিলেন। তবে এতে কেউ হতাহত হয়েছেন কীনা তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

chardike-ad

imagesভিয়েনতিয়ানে থাই দূতাবাসের দেয়া তথ্যের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেক ওয়ানামেথি এএফপিকে বলেন, প্রতিরক্ষারমন্ত্রী দৌয়াংচাই ফিচিত, ভিয়েনতিয়ান গভর্নর ও অপর কয়েকজন শীর্ষ কর্মকর্তাসহ প্রায় ২০ জনকে ওই বিমানে বহন করা হচ্ছিল।

লাওসের কমিউনিস্ট সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে লাও এয়ারলাইন্স পরিচালিত একটি বেসামরিক বিমান খারাপ আবহাওয়ার কারণে মেকং নদীতে পড়ে ওই বিমানে থাকা ৪৯ আরোহীর সকলেই প্রাণ হারান।