শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৭ মার্চ ২০২০, ৯:২২ অপরাহ্ন
শেয়ার

রাজধানীর যে ১০ হাসপাতালে মিলবে করোনার চিকিৎসা


corona-treatmentবৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বাংলাদেশে নতুন করে আরও ৪ জন আক্রান্ত হয়েছেন।  এর মধ্যে দুজন চিকিৎসক।  ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৪৮ জনে দাঁড়িয়েছে।  এমন পরিস্থিতিতে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে, এখন পর্যন্ত রাজধানীতে কোভিড-১৯ এর চিকিৎসা দেয়ার জন্য ১০টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।

hospitalএসব হাসপাতালের নাম ও যোগাযোগের নম্বর নিচের বক্সে  

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট০১৮১৯২২০১৮০
যাত্রাবাড়ীতে সাজেদা ফাউন্ডেশন হাসপাতাল০১৭৭৭৭৭১৬২৫
আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল০১৭০০০০০০০০, ০১৭১২২৯০১০০
কামরাঙ্গীরচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল০১৭২৬৩২১১৮৯
মিরপুর মেটারনিটি হাসপাতাল০২৯০০২০১২
নয়াবাজারে মহানগর জেনারেল হাসপাতাল০২৫৭৩৯০৮৬০, ০২৭৩৯০০৬৬
কমলাপুরে বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল+৮৮০২৫৫০০৭৪২০
উত্তরায় কুয়েত মৈত্রী ফ্রেন্ডশিপ হাসপাতাল০১৯৯৯৯৫৬২৯০

এ ছাড়া কেরানীগঞ্জে জিনজিরা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসা দেয়া হবে।

এদিকে আইইডিসিআরের দুটি হটলাইনে যোগাযোগ করতে বলেছেন প্রতিষ্ঠানটির পরিচালক মিরজাদী সেব্রিনা ফ্লোরা।  নম্বর দু’টি হলো ০১৯৪৪৩৩৩২২২ ও ১০৬৫৫।