Search
Close this search box.
Search
Close this search box.

সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল গ্রেপ্তার

 

chardike-ad

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ঢাকায় আনা হচ্ছে।

বিষয়টি ডিএমপির গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডিবিপুলিশের প্রধান বলেন, মোস্তাফা কামালের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। তবে কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।