Search
Close this search box.
Search
Close this search box.

২০১৫ সালে প্রতি ঘন্টায় ন্যুনতম বেতন ৫৫৮০ উওন

২০১৫ সালের জানুয়ারী থেকে কোরিয়ার সকল শ্রমিকের প্রতি ঘন্টায় ন্যুনতম মজুরী হবে ৫৫৮০ উওন। বর্তমানে প্রতিঘন্টায় বেতন ৫২১০ উওন। এর ফলে ন্যুনতম মজুরী এই বছরের তুলনায় ৭.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোরিয়ার সরকারের পক্ষে সর্বনিন্ম মজুরী কাউন্সিল কোরিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠন এবং মালিকপক্ষের সাথে কয়েকবার বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে।

images (3)সর্বনিন্ম মজুরী কাউন্সিল জানিয়েছে এই ঘোষণার পর আগামী বছর থেকে সপ্তাহে ৪০ ঘন্টা এবং মাসে ২০৯ ঘন্টা কাজ করলে মাসে ১১লাখ ৬০ হাজার উওন বেতন পাবেন শ্রমিকরা।

chardike-ad

সর্বনিন্ম মজুরী কাউন্সিল জানিয়েছে এই সপ্তাহেই ন্যুনতম মজুরির ব্যাপারে চুক্তি হবে এবং আগষ্টের ৫ তারিখের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় চুক্তির বিস্তারিত জানাবে।

উল্লেখ্য বিদেশী শ্রমিকদের ক্ষেত্রেও এই নীতি কার্যকর হবে।