ঢাকার সাভার উপজেলার বিভিন্ন এলাকা থেকে চার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমার রাত থেকে গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে এসব মরদেহ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে জামগড়ার কাঁঠালতলা এলাকার আফাজ উদ্দিনের ৫ তলা আবাসিক ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে পোশাকশ্রমিক মো. শাওন (২৩) ও তার স্ত্রী হাফিজা (২৩) খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। হাফিজার লাশ ঝুলন্ত অবস্থায় ও শাওনের লাশ খাটের ওপর ছিল। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ওই নারী হয়তো স্বামীর ঝুলন্ত লাশ দেখার পর সেটি নামিয়ে নিজেই একইভাবে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।
এদিকে গতকাল দুপুরে আশুলিয়ার খেজুরবাগান এলাকার রেডিয়ান্স লিমিটেড নামের একটি পোশাক কারখানার ভেতর থেকে কারখানার শ্রমিক গোলাম মোস্তফার (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কারখানার অষ্টম তলার লোহার ফায়ার পাইপের সঙ্গে গেঞ্জির কাপড় গলায় প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। গোলাম মোস্তফা নওগাঁ জেলার বদলগাছী থানার মৃত তৈয়ব আলীর ছেলে।
এর আগে গতকাল সকালে খেজুরবাগান এলাকার শাহ-আলমের বাড়ি থেকে হৃদয় (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় হৃদয়ের মরদেহ ছিল। কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার মৃত লাল মিয়ার ছেলে।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) নূর আলম সিদ্দিক বলেন, আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমকিভাবে তারা সবাই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।