প্রেমি‌কের সহায়তায় গৃহবধূ‌কে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

 

chardike-ad

কু‌ড়িগ্রা‌মের ফুলবাড়ী‌তে এক গৃহবধূ (২০) সংঘবদ্ধ ধর্ষ‌ণের শিকার হ‌য়ে‌ছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়া‌রি) দিবাগত রা‌তে উপ‌জেলার বড়‌ভিটা ইউনিয়‌নে এ ঘটনা ঘ‌টে। ঘটনায় জ‌ড়িত থাকার অভিযো‌গে বৃহস্প‌তিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রা‌তে ৫ যুবক‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর র‌শীদ এ তথ‌্য নিশ্চিত ক‌রে‌ছেন।

গৃহবধূর অভি‌যোগ ও পু‌লিশ সূ‌ত্রে জানা গে‌ছে, ভুক্ত‌ভোগী গৃহবধূর সঙ্গে মইনুল হক (২২) না‌মে এক যুব‌কের প্রেমের সম্পর্ক চল‌ছিল। গত মঙ্গলবার রা‌তে স্থানীয় এক‌টি ইউক‌্যা‌লিপ্টাস বাগা‌নে মইনু‌লের সঙ্গে দেখা কর‌তে যান ওই গৃহবধূ। কিন্তু ম‌ইনুল তার আরেক সহ‌যোগী ইয়াকু‌বের (২৫) সঙ্গে যোগসাজশে ক‌রে আরও ৫ যুবককে সঙ্গে নি‌য়ে ধর্ষ‌ণের প‌রিকল্পনা ক‌রে। মঙ্গলবার রা‌তে গৃহবধূ মইনু‌লের সঙ্গে দেখা করতে গে‌লে ৭ যুবক মি‌লে গৃহবধূ‌কে ধর্ষণ ক‌রে।

এ ঘটনায় ভুক্ত‌ভোগী গৃহবধূ বুধবার (২৬ ফেব্রুয়ারি) ফুলবাড়ী থানায় লি‌খিত অভি‌যোগ দেন। প‌রে পু‌লিশ অভিযান চা‌লি‌য়ে বৃহস্প‌তিবার ভোররা‌তে মইনুল ও ইয়াকুবসহ ৫ যুবক‌কে ‌গ্রেফতার করে।

‌গ্রেফতার অপর তিন আসা‌মি হ‌লো- হাসানুর রহমান (২০), সো‌হেল রানা (২১) ও লাল মিয়া (৪০)। অভিযুক্ত অপর দুই আসা‌মি হ‌লো- আতিয়ার রহমান (৩৫) ও আল আমিন (২০)। আসা‌মিরা সবাই ফুলবাড়ী উপ‌জেলার বা‌সিন্দা।

ভুক্ত‌ভোগী গৃহবধূর পৈ‌ত্রিক নিবা‌স এলাকার ইউপি সদস‌্য আজিমু‌দ্দিন ব‌লেন, ‘গৃহবধূর স্বামীর সঙ্গে দাম্পত‌্যকলহ চল‌ছে। পা‌রিবা‌রিকভা‌বে তা‌দের বি‌চ্ছেদের আলোচনা চলছে। ত‌বে তার বিরু‌দ্ধে কোনও খারাপ অভি‌যোগ নেই।’

ওসি মামুনুর রশীদ বলেন, ‘অভিযুক্ত আসা‌মি‌দের ম‌ধ্যে পাঁচ জন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। ভি‌কটি‌মের স্বাস্থ‌্য পরীক্ষার ব‌্যবস্থাসহ গ্রেফতার আসা‌মি‌দের আদাল‌তে পাঠা‌নোর ব‌্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে।’