মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২৩ জুলাই ২০১৪, ২:৩৩ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশে বিনিয়োগ করতে প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান


pm_hasinaবাংলাদেশে বড় অংকের বিনিয়োগ করতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় বিকেলে ব্রিটিশ সংসদে বাংলাদেশী বংশোদ্ভূত সদস্যদের একটি প্রতিনিধি দল ব্রিটেন সফররত প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর বাসস।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সরকার দেশী ও বিদেশী উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে দেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করেছে। সমুদ্রসীমা নির্ধারণ মামলায় বিজয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, “এটি বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করেছে। ব্রিটিশ কোম্পানি এ খাতে বিনিয়োগ করতে পারে।”

প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, নারীশিক্ষা ও নারীর উন্নয়নে শেখ হাসিনার ব্যাপক ভূমিকার জন্য তাঁর ভূয়সী প্রশংসা করেন। প্রতিনিধিদলের সদস্য বারোনেস পলা মঞ্জিলা উদ্দিন ১৯৭১ সালে পাকিস্তানি দখলদার বাহিনীর নৃশংসতার আরো প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী ও পররাষ্ট্র সচিব যৌথভাবে সাংবাদিকদের ব্রিফ করেন।