শনিবার । জুন ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৩ মে ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
শেয়ার

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন


আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন

 

নির্বাচন কমিশন (ইসি) আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠনের নিবন্ধন স্থগিত করেছে। আজ সোমবার (১২ মে) রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর ধারাবাহিকতায় ইলেকশন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে আজ রাতের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান আখতার আহমেদ।

এর আগে আজ বিকেলে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরপরই জরুরি বৈঠকে বসে ইসি।

আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসির উদ্দিন সাংবাদিকদের বলেছিলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপন হাতে পাওয়ার পরই দলটির নিবন্ধন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ছাত্র-জনতার বিক্ষোভের মুখে অন্তর্বর্তী সরকার গত শনিবার (১০ মে) রাতে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার না হওয়া পর্যন্ত দলটির সব রাজনৈতিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা–কর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো।