বুধবার । জুন ২৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৯ মে ২০২৫, ৪:০১ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশ থেকে পাঁচ বছরে এক লাখ কর্মী নেবে জাপান


আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে জাপান সরকার ও সেখানকার ব্যবসায়ীরা। দেশটিতে ক্রমবর্ধমান শ্রমশক্তি সংকট মোকাবেলায় এই উদ্যোগ নিয়েছে জাপান সরকার। বৃহস্পতিবার (২৯ মে) টোকিওতে ‘বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস’ শীর্ষক আয়োজনে এ ঘোষণা দেওয়া হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন জাপান সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তার বক্তব্যে ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ তৈরি এবং জাপানকে জানার দরজা খুলে যাওয়ার এটাই সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দিন হতে যাচ্ছে। সরকার এই প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।’

সেমিনারে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। একটি স্বাক্ষর হয় বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং জাপান-বাংলাদেশ যৌথ উদ্যোগ কাইকম ড্রিম স্ট্রিটের মধ্যে। অন্যটি স্বাক্ষর হয় বিএমইটি, জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কো-অপারেটিভস (যা ৬৫টির বেশি গ্রহণকারী কোম্পানি পরিচালনা করে) এবং জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সির (জেবিবিআরএ) মধ্যে।