বৃহস্পতিবার । জুলাই ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক তথ্যপ্রযুক্তি ২০ জুন ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
শেয়ার

টিকটক বিক্রির সময়সীমা আরও ৯০ দিন বাড়ালেন ট্রাম্প


টিকটক বিক্রির সময়সীমা আরও ৯০ দিন বাড়ালেন ট্রাম্প

একজন অ-চীনা ক্রেতার কাছে বিক্রির জন্য ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটককে আরও ৯০ দিনের সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে করা এক পোস্ট করে বলেন, ‘আমি টিকটকের বন্ধ হওয়ার সময়সীমা ৯০ দিন বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছি।’ এর ফলে অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা কার্যকরের সময় তৃতীয়বারের মতো পেছানো হলো।

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে টিকটক বিক্রি অথবা নিষিদ্ধ করার আইন ট্রাম্পের অভিষেকের আগের দিন, অর্থাৎ ১৯ জানুয়ারি কার্যকর হওয়ার কথা ছিল।

রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে সোশ্যাল মিডিয়ার ওপর ব্যাপকভাবে নির্ভর করেছিলেন। তিনি আগে বলেছিলেন, তিনি এই ভিডিও শেয়ারিং অ্যাপটির প্রতি দুর্বলতা বোধ করেন।

মে মাসের শুরুতে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘টিকটকের প্রতি আমার একটু দুর্বলতা আছে। যদি সময়সীমা বাড়ানোর প্রয়োজন হয়, আমি তা দিতে প্রস্তুত।’

ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে টিকটক। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘১৭ কোটিরও বেশি মার্কিন ব্যবহারকারী যাতে টিকটক ব্যবহার চালিয়ে যেতে পারেন, তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব ও সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ।’