
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগামী ৩ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ দিতে হবে সরকারকে। এতে ব্যর্থ হলে সারা দেশে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবারও মাঠে নামবে এনসিপি।
বৃহস্পতিবার (১০ জুলাই) মাগুরার ভায়নার মোড়ে এনসিপির এক পথসভায় তিনি এ কথা বলেন।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে যে বাংলাদেশ বিনির্মাণের লড়াই শুরু হয়েছে, সেই বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিজমের সঙ্গে জড়িতদের বিচার, দেশের মৌলিক সংস্কার এবং নতুন একটি সংবিধান প্রয়োজন। আমাদের যে কোনো দেশের আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ পন্থায় একটি রাজনীতি দাঁড় করাতে হবে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পরেও আমরা নতুন সংবিধানের জন্য এখনো কাজ শুরু করতে পারিনি। সংস্কার, জুলাই সনদ নিয়ে এখনো তালবাহানা চলছে। আপনারা সোচ্চার হন, আপনার এলাকায় উন্নয়ন চলমান, চাঁদাবাজ দখলদারিত্বের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ থাকতে হবে।
নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট এই গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হবে, আমরা ৩ আগস্ট এর মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদের কার্যক্রম দেখতে চাই। সরকার যদি এক বছরের মধ্যেও সেটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামব। ৩ আগস্ট আমরা শহীদ মিনারে থাকব।



































