ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মূল ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে কুপিয়ে ও পাথর মেরে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নেতাকে আজীবন বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল।
শুক্রবার (১১ জুলাই) রাতে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের প্রধান ফটকে মোহাম্মদ সোহাগ নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
যুবদল স্পষ্ট জানায়, বহিষ্কৃতদের কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না। সেইসঙ্গে সব স্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আইনশৃঙ্খলা বাহিনীকে এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনো ধরনের শৈথিল্য না দেখানোর আহ্বান জানানো হয়। একইসঙ্গে, আইনি ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নিতে অনুরোধ জানায় যুবদল।



































