
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিচার ও সংস্কার ছাড়া বাংলার মানুষ আর কোনো নির্বাচন মেনে নেবে না। যারা বিচার ও কাঠামোগত সংস্কার ছাড়াই নির্বাচন চায়, তারা আসলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।’
শুক্রবার বিকেলে যশোর ঈদগাহ মোড়ে এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণে জর্জরিত। বিচার বিভাগ, পুলিশ ও প্রশাসন—সব কিছুতেই একক দলের প্রভাব। তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে পুলিশ হবে জনগণের, প্রশাসন হবে মেধা ও যোগ্যতায় পরিচালিত, কোনো দলের অনুগত নয়।”
নাহিদ আরও বলেন, “কেউ যদি বলে তার সঙ্গে কোটি মানুষ আছে—তাতে কিছু যায় আসে না। আমরা দেখেছি, এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ১০ জন মানুষ দাঁড়িয়েছিল, পরে হাজার হাজার মানুষ এসে সেই আন্দোলনে যুক্ত হয়েছিল। নৈতিক শক্তিই হলো সবচেয়ে বড় শক্তি।”
নাহিদ ইসলাম যশোরের দীর্ঘদিনের সমস্যা নিয়েও সরব হন। বলেন, “যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট এখনো পুরোপুরি চালু হয়নি। আইসিইউ-র অভাবে মানুষকে চিকিৎসার জন্য খুলনায় যেতে হয়। শিক্ষা, চিকিৎসা—সবকিছুতেই যশোর পিছিয়ে। ভবদহ এলাকার জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা, তা সমাধানে এখন সময় এসেছে সাহসী উদ্যোগের।”
তিনি বেনাপোল সীমান্তের দুর্নীতি, মাদক কারবার এবং ছাত্র-জনতার ভূমিকার কথাও তুলে ধরেন, বলেন—“যারা গণঅভ্যুত্থানে পাশে ছিলেন, তারাই এবারও এগিয়ে আসবেন দেশের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।”
সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, যিনি বলেন, “সংস্কার নিয়ে আমরা রাজপথে, টেবিলে আলোচনায়। অথচ কিছু দল ভয় পাচ্ছে এই সংস্কার শব্দে। তারা মনে করে, আমরা শাপলা ফুল চাই মানেই আমরা জাতীয় প্রতীক চাই—এই ভুল ব্যাখ্যায় তারা আমাদের প্রতীক ঠেকাতে ষড়যন্ত্র করছে।”
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, “যদি আপনি হাসিনার কাঠামোতে নির্বাচন করতে চান, তাহলে নতুন বাংলাদেশের স্বপ্ন কোনোদিন বাস্তব হবে না।”
পথসভায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা যখন চাঁদাবাজি, টেন্ডারবাজি ও নির্বাচন কমিশনের দ্বিচারিতা নিয়ে কথা বলি, তখন একটি রাজনৈতিক দল মন খারাপ করে। কিন্তু প্রশ্ন হলো—আপনি কি এই অন্যায়গুলোর অংশ? যদি না হন, তবে রাগ কিসের?”
তিনি আরও বলেন, “যারা সত্যিকারের ফ্যাসিবাদবিরোধী, তারা রাগ করবেন না। বরং সংস্কারের পক্ষে দাঁড়ান। না হলে ধরে নেব, আপনারাই সেই সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন।”
এর আগে দুপুরে যশোর শহরের একটি হোটেলে এক মতবিনিময় সভার আয়োজন করে এনসিপির যশোর জেলা শাখা। এতে বক্তব্য রাখেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় সদস্য নুসরাত তাবাসসুম ও ডা. তাসনিম জারা।



































