
বিভিন্ন মিছিল থেকে তারেক রহমানকে নিয়ে যে অশ্লীল-অশ্রাব্য স্লোগান দেওয়া হচ্ছে তার পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।
শনিবার (১২ জুলাই) এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে গোলাম মাওলা রনি লেখেন, যারা টিনের চালে কাউয়া তারেক রহমান…, ১২৩৪ তারেক রহমানের … মার, চাঁদা দেই পল্টনে, চলে যায় লন্ডনে, চাঁদা লাগলে চাঁদা নে, আমার ভাইয়ের জীবন দে ইত্যাদি স্লোগানে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজপথ কাঁপাচ্ছেন, তাদের নেতাদেরকে নিয়ে যদি ছাত্রদল-যুবদল পাল্টা অনুরূপ স্লোগান দেয়া শুরু করে তবে রাজনীতি কেবল স্লোগানে আবদ্ধ থাকবে না।’
তিনি আরও লেখেন, ‘ক্ষুর, চাপাতি, রামদা, রগকাটা, কাঁটা বন্দুক, গুলি, বোমার অতীত ইতিহাস থেকে একে ৪৭ স্নাইপারের নয়া ঝন-ঝনানি শুরু হবে। আর তাতে করে সব চেয়ে খুশি হবে তারা যারা দেশটাকে জঙ্গি বানিয়ে জাতিসংঘের শান্তি রক্ষী পাঠাতে চায়!’






































