রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। পরে সমাবেশ শেষে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। জানা গেছে, জামায়াত আমীরকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছে।
জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ থেকে জানানো হয়, দলের আমীরের প্রেশার ও সুগার লেভেল ঠিক আছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া চেয়েছে দলটি।
শনিবার বিকেল সোয়া ৫টার দিকে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমীর। এর কিছুক্ষণ পরই তিনি উঠে কথা বলেন। গরমের কারণে অসুস্থ হন বলেও জানান জামায়াত আমীর। অসুস্থ অবস্থায় মঞ্চে বসেই মাইক হাতে নিজের সমাপনী বক্তব্য দেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।
এদিকে জামায়াত আমীরকে দেখতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হাসপাতালে যাবেন বলে বিএনপি মিডিয়া সেল থেকে জানানো হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার অসুস্থ হয়ে পড়া জামায়াতের আমীর শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।




































