দক্ষিণ কোরিয়ার অন্যতম বড় পোর্টাল অপারেটর দাউম উত্তর কোরিয়ার ম্যাপ সার্ভিস চালু করেছে। এর ফলে উত্তর কোরিয়ার ভৌগলিক তথ্য সহজেই পাওয়া যাবে। কম্পিউটার, মোবাইল ওয়েব এবং এপ্লিকেশনের মাধ্যমে ইলেক্ট্রনিক ম্যাপ এবং স্যাটেলাইট ম্যাপ উভয় দেখা যাবে।AEN20140829002051320_01_i

দাউম জানিয়েছে এই ম্যাপের মাধ্যমে পুরো উত্তর কোরিয়ার সব এলাকা, প্রশাসনিক জেলা, রোড, রেলওয়েসহ সবজায়গা দেখা যাবে। এই ম্যাপ উত্তর কোরিয়াকে জানতে অনেক বেশি সাহায্য করবে বলে আশা করেছে কোম্পানীটি।

chardike-ad