
গত বছরের ৭ আগস্ট বিএনপির সমাবেশ থেকে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন দাবি করা হয়েছিল, তখন অনেকেই তা নিয়ে সমালোচনা করেছিলেন। কিন্তু এখন সময়ই প্রমাণ দিচ্ছে, বিএনপির সে দাবিই ছিল বাস্তবসম্মত— এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, লন্ডন বৈঠকের প্রতিশ্রুতি অনুযায়ী মৌলিক সংস্কার করে যদি আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন দেওয়া হয়, তাহলে দেশ এক ধরণের রাজনৈতিক অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসবে। এতে গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারের পথ আরও সুগম হবে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, সরকার ম্যাজিক দেখাতে চায় কিন্তু তা বাস্তব নয়। সরকার এমন একটি ম্যাজিকাল দেশ গড়তে চায়, যা বাস্তবে জনগণের অন্তঃস্থ থেকে আসছে না। তাদের মধ্যে গণতন্ত্র, স্বচ্ছতা বা জবাবদিহির কোনো চিহ্ন দেখা যাচ্ছে না।
সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, যত প্রতিকূলতাই থাকুক, এখন পর্যন্ত ১২টি বিষয়ে ঐকমত্য এসেছে। বাকি বিষয়গুলো নিয়েও আমরা আশাবাদী। সংলাপ এবং সমঝোতার ভিত্তিতে সামনে এগিয়ে যেতে হবে।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, যদি পারস্পরিক বোঝাপড়া না থাকে, তাহলে রাজনৈতিক তিক্ততা আরও বাড়বে। সবার কথা বলার অধিকার থাকলেও সেটার একটা সীমা থাকা উচিত। অন্যথায় গঠনমূলক পরিবেশ তৈরি হবে না।





































