শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৬ অগাস্ট ২০২৫, ৯:৩২ পূর্বাহ্ন
শেয়ার

তরুণীর বাড়িতে তরুণের বিষপানে ‘আত্মহত্যা’



টিকটকে পরিচয়, সম্পর্ক গড়ায় প্রেমে। তবে মাত্র তিন মাসের মাথায় প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ার খবরে ভেঙে পড়েন তরুণ। এরপর ঠাকুরগাঁও থেকে প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিরাজগঞ্জে এসে প্রেমিকার বাড়ির সামনে বিষপান করেন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে সোমবার (৪ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী এলাকায়। নিহত তরুণের নাম গোলাম ফেরদৌস দুর্লভ (২৪)। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাইরিহাট পাতিলভাসা গ্রামের বাসিন্দা ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন।

রাতেই শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তরুণীর পরিবারের দাবি, মেয়েটির বিয়ের সিদ্ধান্ত ছিল পারিবারিক। বিয়ের বিষয়টি জানতে পেরে দুর্লভ ক্ষুব্ধ হলেও সরাসরি কোনো প্রতিক্রিয়া দেখাননি। তবে হঠাৎ করেই সিরাজগঞ্জে এসে মেয়েটির বাড়ির সামনে বিষপান করেন।

ঘটনার পর মেয়েটি, তার মা এবং পরিবারের অন্য সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান। তবে পুলিশি সহায়তায় পরে তাদের চৌবাড়ীতে এনে তরুণের স্বজনদের সঙ্গে মুখোমুখি করা হয়। পুলিশের উপস্থিতিতে তরুণী বলেন, তার বিয়ে পরিবার ঠিক করেছে, এবং এতে তার কোনো হাত ছিল না।

দুর্লভের খালু সজীব হোসেন ও ভাই ওয়াজেদুর রহমান জানান, তারা শোকাহত এবং এখনও থানায় অভিযোগ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, বিষয়টি অপমৃত্যু হিসেবে রেকর্ড করা হয়েছে। সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। যদি আত্মহত্যায় কেউ প্ররোচনা দিয়ে থাকে এবং প্রমাণ পাওয়া যায়, তাহলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

কামারখন্দ থানার ওসি আব্দুর রউফ বলেন, “তরুণ বিষপান করে আত্মহত্যা করেছেন—তা নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আইনি পদক্ষেপ নেওয়া যাবে।”