রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৭ অগাস্ট ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
শেয়ার

মোদির জয়ের পেছনে কারচুপি, অভিযোগ রাহুলের


Rahul Gandhi
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “দেশে ভুয়া ভোট হচ্ছে, আর এর পেছনে কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লোকসভা নির্বাচনে ভোট চুরি করেছে নির্বাচন কমিশন।”

রাহুল জানান, এই ভোট কারচুপির বিষয়টি ধরতে তাদের বেশ কিছু সময় লেগেছে। তবে তারা ছয় মাস ধরে পাঁচটি পর্যায়ে বিশদভাবে ভোটার তালিকা নিয়ে তদন্ত করেছেন। সেই তদন্তে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য।

তিনি অভিযোগ করে বলেন, “কর্ণাটকের বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের মহাদেবপুরা বিধানসভা এলাকায় এক লাখেরও বেশি ভুয়া ভোট পড়েছে। ভোট চুরি হয়েছে স্পষ্টভাবে। মহারাষ্ট্রেও একই দৃশ্য দেখা গেছে। সেখানে ২০২৪ সালের লোকসভায় ইন্ডিয়া জোট ৪৮টি আসনের মধ্যে ৩০টি পেয়েছিল। অথচ মাত্র পাঁচ মাসের ব্যবধানে বিধানসভা নির্বাচনে সেই ফলাফল পাল্টে যায়।”

রাহুলের ভাষায়, “কমিশন যদি বৈদ্যুতিন ভোটার তালিকা প্রকাশ করত, তাহলে ৩০ সেকেন্ডেই তাদের এই চুরি ধরা যেত। কমিশন ইচ্ছা করেই তা করেনি।”

তিনি নির্বাচন কমিশনকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভোটার তালিকায় যে কারচুপি হয়েছে, তার জবাব কমিশনকে দিতেই হবে। দেশের নির্বাচনী আধিকারিকদের বলছি— আপনারা গণতন্ত্র ধ্বংস করতে পারবেন না। আপনাদের কাজ গণতন্ত্রকে রক্ষা করা।”

রাহুল আরও বলেন, “২০২৪ সালের লোকসভা নির্বাচনে রিগিং হয়েছে। আর সেই রিগিং না হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ প্রধানমন্ত্রী হতেন না। তিনি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন কারচুপির মাধ্যমে।”

তথ্যসূত্র: কলকাতা টিভি অনলাইন