রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১১ অগাস্ট ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
শেয়ার

গাজা দখলে ইসরায়েলি প্রচেষ্টার বিরুদ্ধে চীনের দৃঢ় অবস্থান


China UN

গাজা দখলের যেকোনো ইসরায়েলি প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে চীন। রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধি এই বিষয়ে বলেন, গাজায় বড় ধরনের মানবিক বিপর্যয় এড়াতে নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার গাজা দখলের পরিকল্পনা অনুমোদনের পর এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে চীন।

চীনের স্থায়ী প্রতিনিধি অবিলম্বে ইসরায়েলকে এই ধরনের “বিপজ্জনক পদক্ষেপ” থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, গাজা ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অংশ এবং এর জনসংখ্যাগত ও আঞ্চলিক কাঠামো পরিবর্তনের যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে।

তিনি বলেন “বলপ্রয়োগ” মানসিকতা ত্যাগ করা অত্যন্ত জরুরি এবং শুধুমাত্র একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতিই আরও বেশি জীবন বাঁচাতে এবং জিম্মিদের মুক্তির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারে। তিনি ইসরায়েলের উপর প্রভাব বিস্তারকারী দেশগুলোকে একটি ন্যায্য ও দায়িত্বশীল মনোভাব বজায় রাখার এবং যুদ্ধবিরতি প্রচারে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, গাজা উপত্যকায় যে মানবিক বিপর্যয় চলছে, তা নিরসন করা জরুরি। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ব্যবস্থা নিতে বলেন।