রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১২ অগাস্ট ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
শেয়ার

টেক্সাসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩


texas-newsযুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে বিপণন প্রতিষ্ঠান ‘টার্গেট’-এর একটি স্টোরে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে রিসার্চ বুলেভার্ডে অবস্থিত ওই স্টোরে হামলার ঘটনা ঘটে। খবর টিআরটি ওয়ার্ল্ড।

অস্টিন পুলিশ জানায়, গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পান। নিহতদের একজন ছিলেন সেই ব্যক্তি, যার গাড়ি ছিনতাই করে হামলাকারী পালিয়ে যান।

৩২ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী প্রথমে টার্গেট স্টোরের পার্কিং লট থেকে একটি গাড়ি ছিনতাই করে পালান। কিছু দূরে গিয়ে গাড়িটি দুর্ঘটনায় পড়লে তিনি কাছের একটি গাড়ির শোরুম থেকে আরেকটি গাড়ি ছিনতাই করেন।

পরে শহরের দক্ষিণাঞ্চলে তাকে গাড়ি থেকে নেমে পালানোর সময় দেখা যায়। এসময় এক প্রত্যক্ষদর্শীর ফোনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টেজার ব্যবহার করে তাকে আটক করে।

পুলিশ এখনো হামলার উদ্দেশ্য নিশ্চিত করতে পারেনি। অস্টিন-ট্রাভিস কাউন্টি ইএমএস প্রাথমিকভাবে চারজন আহত হওয়ার কথা জানালেও পরে তা সংশোধন করে তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।