Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়াকে বিশেষ সুবিধা দেবে বাংলাদেশ

tofael-ahmed‘বাংলাদেশ সরকার কোরিয়ান বিনিয়োগকারীদেরকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করতে প্রস্তুত। বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ রয়েছে, আরো বিনিয়োগ করে কোরিয়া এই বিশেষ সুযোগ গ্রহণ করতে পারে।’

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সিউলে এক অনুষ্ঠানে বক্তব্যকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেছেন।

chardike-ad

কোরিয়া ফাউন্ডেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ‘লান্স মিটিং অ্যান্ড ইকোনমিক ডেভোলপমেন্ট অব কোরিয়া’ শীর্ষক এ অনুষ্ঠানটির আয়োজন করেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্যাংকিং অ্যান্ড ফাইনান্স সার্ভিসেস সংস্থা গোল্ডম্যান শ্যাক্স এর তথ্যমতে আগামীতে বিশ্বের যে ১১টি দেশ অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাবে বাংলাদেশ তারমধ্যে একটি। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক অপর গবেষনা সংস্থা ব্যাংকিং এন্ড ইনভেস্টমেন্ট সার্ভিসেস জেপি মর্গানের তথ্যমতে আগামীতে যে ৫টি দেশ বিশ্বের মধ্যে অর্থনৈতিক ভাবে শক্তিশালী হয়ে উঠবে বাংলাদেশ তারমধ্যে অন্যত্তম একটি।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রপ্তানি এখন ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, ব্যাংকে রিজার্ভ ২২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি, রেমিটেন্স ১৫ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। আমাদের রপ্তানি আগামী ৫ বছরে ৪০ থেকে ৫০ বিলিয়ন মার্কিন ডলার হবে।’

অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, বেলজিয়াম, কেনিয়া ও আইভোরিকোষ্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ‘কোরিয়া ফাউন্ডেশন প্রোগ্রামে’ অংশগ্রহনের জন্য বাংলাদেশের ২৯ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলসহ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নেতারা সেখানে রয়েছেন।