শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৭ নভেম্বর ২০২৫, ৬:০৭ অপরাহ্ন
শেয়ার

সেনাপ্রধানকে ঘিরে মিথ্যা প্রচারণার বিষয়ে সতর্কতা


ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই: সেনা সদর দপ্তর

বাংলাদেশ সেনাবাহিনী

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট নানা বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (৭ নভেম্বর) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এই সতর্কবার্তা দেওয়া হয়

বার্তায় বলা হয়েছে, ‘ইদানীং সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে এসব মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—‘সারা দেশে একদিনে ভোট না নিয়ে আট দিনে আট বিভাগে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন সেনাপ্রধান।’

বাংলাদেশ সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে, এই তথ্য সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া।

এর আগেও, চলতি বছরের ১৯ জুন একই ধরনের অপপ্রচারের বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে তখনও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছিল।