Search
Close this search box.
Search
Close this search box.

চিকিৎসায় নোবেল পেলেন তিনজন

2014 Nobel Medicine Prize : John O'Keefe and Norwegian duo May-Britt Moser and Edvard I Moser২০১৪ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন। তারা হলেন জন ও’কিফি, মে-ব্রিট মসের ও অ্যাডভার্ড মোসের। নরওয়ের মে-ব্রিট ও অ্যাডভার্ড সম্পর্কে স্বামী-স্ত্রী। ও’কিফি আমেরিকান-ব্রিটিশ। তারা নোবেল পুরস্কার পেয়েছেন মস্তিষ্কে ‘ইনার জিএসপি’ আবিস্কার করার জন্য।

তারা ব্যাখ্যা করেন কিভাবে মস্তিষ্ক আমাদের অবস্থান শনাক্ত করে এবং আমরা কিভাবে এক স্থান থেকে অন্য কোথাও যাই। তাদের এই আবিষ্কারের ফলে আলঝেইমার রোগ সারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

chardike-ad

চিকিৎসাশাস্ত্রের মধ্য দিয়ে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা শুরু হলো। মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হবে। বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য, শুক্রবার শান্তি এবং সোমবার অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে। সূত্র: ওয়েবসাইট