Search
Close this search box.
Search
Close this search box.

শীর্ষ পাঁচে উঠে এসেছে অ্যাপল

appleচলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পার্সোনাল কম্পিউটার বাজারের শীর্ষ পাঁচে উঠে এসেছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। সাম্প্রতিক এক প্রতিবেদনে এমনটাই দাবি করে বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি)। এ সময় প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী মোট ৪৯ লাখ ৮২ হাজার পিসি সরবরাহ করে। ফলে সংশ্লিষ্ট বাজারে প্রতিষ্ঠানটির দখল দাঁড়ায় ৬ দশমিক ৩০ শতাংশে। খবর এনডিটিভি।

কয়েক প্রান্তিক ধরে বিশ্বব্যাপী পিসির বাজার নিম্নমুখী ছিল। মূলত ট্যাবলেটের বাজারের প্রসারের কারণেই পিসির বাজার নিম্নগামী হচ্ছিল বলে অভিমত বাজার বিশ্লেষকদের। কিন্তু সাম্প্রতিক সময়ে ট্যাবলেটের বিক্রি হ্রাস পাওয়ার কারণে স্থিতিশীল অবস্থানে রয়েছে পিসি বাজার। এ বাজারে আধিপত্য বাড়িয়ে চলেছে অ্যাপলের মতো প্রতিষ্ঠানগুলো।

chardike-ad

আইডিসির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে পিসির বাজারের পঞ্চম স্থানে রয়েছে মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল। বর্তমান পিসির বাজারের ৬ দশমিক ৩০ শতাংশ অ্যাপলের দখলে। গত বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি মোট ৪৫ লাখ ৭৭ হাজার ইউনিট পিসি বিক্রি করে। সে সময় পিসি বাজারে প্রতিষ্ঠানটির দখল ছিল ৫ দশমিক ৭ শতাংশ। গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের একই সময় অ্যাপলের পিসি বিক্রি বেড়েছে ৮ দশমিক ৯ শতাংশ।

প্রতিবেদনে আইডিসি জানায়, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে পিসি বাজারের শীর্ষস্থানে রয়েছে লেনোভো। এ সময় প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী মোট ১ কোটি ৫৭ লাখ ৭ হাজার ইউনিট পিসি বিক্রি করে। ফলে বাজারে প্রতিষ্ঠানটির দখল দাঁড়ায় ২০ শতাংশে। এ বাজারের দ্বিতীয় অবস্থানে রয়েছে এইচপি। প্রতিষ্ঠানটি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সরবরাহ করে ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ইউনিট পিসি। ফলে পিসি বাজারে তাদের দখল দাঁড়ায় ১৮ দশমিক ৮০ শতাংশ। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে পিসি বাজারে ১৩ দশমিক ৩০ শতাংশ দখল নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ডেল। এ সময় প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী মোট ১ কোটি ৪ লাখ ৪২ হাজার ইউনিট পিসি সরবরাহ করে। ৮ দশমিক ৪০ শতাংশ বাজার দখল নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে এসার গ্রুপ। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটি ৬৬ লাখ ৩২ হাজার ইউনিট পিসি বিশ্বব্যাপী সরবরাহ করে।

বিশ্বের অন্যান্য পিসি নির্মাতা প্রতিষ্ঠান সম্মিলিতভাবে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সরবরাহ করে ২ কোটি ৬০ লাখ ২৬ হাজার ইউনিট পিসি। লেনোভো, এইচপি, ডেল, এসার ও অ্যাপল ছাড়া অন্যান্য পিসি নির্মাতা প্রতিষ্ঠান এ সময় সংশ্লিষ্ট বাজারের ৩৩ দশমিক ১০ শতাংশ দখল করতে সক্ষম হয়েছে।

আইডিসির প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে গত এক বছরে পিসি বিক্রি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এসার গ্রুপের। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির পিসি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪০ শতাংশ বেড়েছে। আর সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছে এইচপির। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে এইচপির পিসি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৫ দশমিক ১০ শতাংশ।

আইডিসির প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী পিসি সরবরাহ হয়েছে ৭ কোটি ৮৫ লাখ ১৯ হাজার ইউনিট। এদিকে পৃথক একটি প্রতিবেদনে গবেষণা প্রতিষ্ঠান গার্টনার জানায়, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিশ্বব্যাপী পিসি সরবরাহ হয়েছে ৭ কোটি ৯৪ লাখ ইউনিট; যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৫ শতাংশ কম। গার্টনারের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের অধিকাংশ অঞ্চলে পিসি বিক্রি কমলেও উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপের দেশগুলোয় বিক্রি বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে গবেষণা প্রতিষ্ঠানটি আরো জানায়, পরিপক্ব বাজারগুলোয় পিসি বিক্রি বাড়লেও উদীয়মানে বিক্রি হ্রাস পেয়েছে। তবে ট্যাবলেটের মতো বড় পর্দার ডিভাইসের চাহিদা হ্রাস পাওয়ার কারণে বিশ্বব্যাপী পিসি বাজার একটি স্থিতিশীল অবস্থায় এসেছে বলেও প্রতিবেদনে জানানো হয়। সূত্রঃ বণিকবার্তা।