
ছবি: সংগৃহীত
আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আকাশে দেখা যাবে বছরের শেষ সুপারমুন, যা ‘কোল্ড মুন’ নামেও পরিচিত। বাংলাদেশে ৪ ডিসেম্বর রাত থেকেই এই পূর্ণচন্দ্র দেখা যাবে। এটি সর্বোচ্চ উজ্জ্বলতায় পৌঁছাবে ৫ ডিসেম্বর ভোর ৫টা ১৪ মিনিটে। আবহাওয়া অনুকূলে থাকলে পুরো রাতই স্পষ্টভাবে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিবিসির জানিয়েছে, বছরের প্রতিটি পূর্ণিমার একটি ঐতিহাসিক নাম রয়েছে, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের অনেক আগের। মৌসুমের পরিবর্তন বোঝাতে এসব নামকরণ করা হতো। সেই ধারাবাহিকতায় শীতের শুরুর প্রতীক হিসেবে ডিসেম্বরের পূর্ণিমাকে বলা হয় ‘কোল্ড মুন’।
সুপারমুন ঘটে যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে। ফলে চাঁদ স্বাভাবিক সময়ের তুলনায় বড় ও উজ্জ্বল দেখায়। এই ‘কোল্ড মুন’-ই হবে চলতি বছরের তৃতীয় এবং শেষ সুপারমুন।
বিবিসি ওয়েদারের তথ্য অনুযায়ী, আগামী পূর্ণিমা দেখা যাবে ২০২৬ সালের ৩ জানুয়ারি, যার নাম হবে ‘উলফ মুন’।




































