বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
শেয়ার

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন দুপুরে


খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া/ফাইল ছবি

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবর জানাতে বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুর ১ টায় সংবাদ সম্মেলন করবে বিএনপি।

হাসপাতালের সামনে ব্রিফ করবেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

আজ সকালে হাসপাতালের সামনে নেতাকর্মীর সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু নেতাকর্মী উপস্থিত হচ্ছেন। তারা হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়ক ও কাঁটাতারের ব্যারিকেডের কাছে দাঁড়িয়ে ব্রিফের জন্য অপেক্ষা করছেন। এ সময় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ মোতায়েন রয়েছে।

এসএসএফের নিরাপত্তা প্রটোকল অনুসারে হাসপাতালের আশপাশের দুটি মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন থাকতে পারে। তাই সাধারণ মানুষ বিভ্রান্ত না হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সতর্কতা বলা হয়েছে।

হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত রয়েছে। তার চিকিৎসায় দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োজিত আছেন।