বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
শেয়ার

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিচ্ছে কাতার, আসতে পারে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত


Khaleda Zia Air Ambulence

উন্নত চিকিৎসায় বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত আছে কাতার সরকার। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এ সংক্রান্ত অনুরোধ করা হলে কাতার সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এদিকে সকালে খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে আসেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল। বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, আরও উন্নত চিকিৎসার জন্য রিচার্ড বিল বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সুপারিশ করেছেন। সেক্ষেত্রে বেগম জিয়াকে সহসাই যুক্তরাজ্যে নেওয়ার সিদ্ধান্ত আসতে পারে বলে আভাস মিলছে।

গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে যাওয়ার পর থেকেই খালেদা জিয়া এভারকেয়ারে ভর্তি আছেন। ২৭ নভেম্বর তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউতে নেওয়া হয়। সবশেষ তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে চিকিৎসা নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।