বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৪ ডিসেম্বর ২০২৫, ৮:৫২ অপরাহ্ন
শেয়ার

পাঁচ সদস্যের পুলিশ কমিশন গঠনে অধ্যাদেশ পাস


Polic-commission-bill

দেশে প্রথমবারের মতো পাঁচ সদস্য বিশিষ্ট পুলিশ কমিশন গঠনের লক্ষ্যে একটি নতুন অধ্যাদেশ পাস করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অধ্যাদেশ অনুমোদন হয়।

বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারককে প্রধান করে পাঁচ সদস্যের পুলিশ কমিশন গঠন করা হবে। কমিশনে থাকবেন- গ্রেড–১ এর নিচে নন এমন কোনো কর্মরত সরকারি কর্মকর্তা, সমপর্যায়ের অবসরপ্রাপ্ত কোনো সরকারি কর্মকর্তা, কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মরত বা অবসরপ্রাপ্ত একজন অধ্যাপক এবং মানবাধিকার ও সুশাসন বিষয়ে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন সদস্য।

উপদেষ্টা জানান, পুলিশকে জনবান্ধব ও প্রভাবমুক্ত করতে এবং আধুনিকায়নের প্রয়োজনীয় দিকগুলো চিহ্নিত করতেই এই কমিশন করা হচ্ছে। পুলিশ কোথায় কোথায় মানবাধিকার সংবেদনশীলতা বাড়াতে হবে, কী ধরনের প্রশিক্ষণ প্রয়োজন— এসব বিষয়ে কমিশন সরকারকে সুপারিশ দেবে।

কমিশনের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, নাগরিকদের পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত ও নিষ্পত্তি করা এবং পেশাগত অসদাচরণের অভিযোগও যাচাই করা কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।

এ ছাড়া পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি–ভিত্তিক প্রশিক্ষণ, কল্যাণ ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং পুলিশ সংক্রান্ত আইন–নীতি সংস্কারের দিকেও কমিশন সরকারকে সুপারিশ দেবে।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “পুলিশিংয়ে দক্ষতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় এই কমিশন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”