
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আজ শুক্রবার দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার উদ্যোগ নিয়েছে বিএনপি। বৃহস্পতিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত। টানা ১২ দিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে ৮ দিন সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়া দেশের রাজনৈতিক ঐক্যের প্রতীক; নানা নির্যাতন ও বাধা সত্ত্বেও তার মনোবল ভাঙেনি। দেশের মানুষ থেকে শুরু করে আন্তর্জাতিক মহলও তার সুস্থতার জন্য প্রার্থনা করছে।




































