
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ শুক্রবার সারা দেশের মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজ শেষে বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে তার সুস্থতার জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়।
রাজধানীর নয়াপল্টনের মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা।
দোয়া শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল জানান, কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছালে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে তিনি বিমানযাত্রার উপযোগী কি না, সে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।
তিনি বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবনভর লড়াই করেছেন। কারাবাস থেকেই তার রোগের সূত্রপাত, চিকিৎসার অভাবে শারীরিক অবস্থা জটিল হয়েছে। তিনি দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা করেন।




































