
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখনো কোনো ইতিবাচক সাড়া দেয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ট্রাইব্যুনালের রায় নিয়ে দিল্লি এখনো পরীক্ষা–নিরীক্ষা করছে এবং বাংলাদেশ তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।
শুক্রবার সকালে চার দিনের সরকারি সফরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। আজ তাঁর স্ত্রী দেশে পৌঁছাবেন বলেও তিনি উল্লেখ করেন।
এ ছাড়া এয়ার অ্যাম্বুল্যান্সের যান্ত্রিক ত্রুটির কারণে আজও খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসায় পাঠানো সম্ভব হয়নি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।




































