
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৩১০ বাংলাদেশি। শুক্রবার সকাল ১০টায় একটি চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকায় আনা হয় বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিরিয়ে আনা ব্যক্তিদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। লিবিয়ায় গিয়ে তাদের অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হন।
বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সমন্বিত ব্যবস্থাপনায় এই প্রত্যাবাসন সম্পন্ন হয়। ঢাকায় পৌঁছালে আইওএম প্রত্যেককে পথ খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা দেয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাকি বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে সংশ্লিষ্ট দপ্তর ও আইওএম যৌথভাবে কাজ করছে।




































