
ফাইল ছবি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৪২১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে মোট ৪০১ জনের মৃত্যু এবং ৯৮,৭০৫ জনের আক্রান্ত হওয়ার তথ্য নথিভুক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা, আর একজন বরিশাল বিভাগের।
নতুন রোগীদের বিভাগভিত্তিক সংখ্যা- বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রোগী রয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে ৬১.৫% পুরুষ এবং ৩৮.৫% নারী।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৫২৮ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। পুরো বছরে ছাড়পত্র পেয়েছেন ৯৬,৭৬০ জন। এ পর্যন্ত ৬৪ জেলায় ডেঙ্গু ছড়িয়েছে।






































