Search
Close this search box.
Search
Close this search box.

সবচেয়ে পাতলা আইপ্যাড আনল অ্যাপল

Apple_CEO_Tim_Cook_introd

প্রযুক্তির বাজারে আবার শোরগোল ফেলে দিয়েছে অ্যাপল। এবারের চমক বিশ্বের সবচেয়ে পাতলা আইপ্যাড।

chardike-ad

এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, মাত্র ৬ দশমিক ১ মি.মি. পুরুত্বের আইপ্যাড এয়ার ২ নামের নতুন একটি পণ্য বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে অ্যাপল। এটি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে পাতলা আইপ্যাড।

৯ দশমিক ৭ ইঞ্চির অ্যান্টি লেমিনেটেড পর্দা সমৃদ্ধ এই আইপ্যাডটি আইওএস ৮.১ অপারেটিং সিস্টেম সমর্থিত।

এতে আছে ৮ মেগাপিক্সেলের আইসাইট ক্যামেরা এবং ১.১২ মাইক্রন পিক্সেলস ফেস টাইম এইচডি ক্যামেরা। এর ব্যাটারি একটানা ১০ ঘণ্টা চার্জ ধরে রাখতে সক্ষম।

তবে সবচেয়ে আলোচিত ফিচার হল টাচ আইডি। ফিঙ্গার প্রিন্টের সেন্সর বাটনটি আইফোন ৬ এর অনুরূপ।

এ আইপ্যাড সম্পর্কে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, এই আইপ্যাড একইসাথে সাধারণ এবং জাদুকরী ডিভাইস। এর বাইরের গঠনকে সাধারণভাবে সুন্দর করে তোলা হয়েছে , তবে এর ভিতরে আছে সর্বাধুনিক সব প্রযুক্তি।

অনলাইন অ্যাপল স্টোরে এ আইপ্যাডটি ইতোমধ্যেই পাওয়া যাচ্ছে। ফিচারভেদে এর দাম পড়ছে ৪৯৯ থেকে ৮৯৯ মার্কিন ডলার।